বৈধ গ্যাস সংযোগের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার একাংশে বৈধ গ্যাস সংযোগের দাবিতে মোগরাপাড়া চৌরাস্তা থেকে বারদী সড়কে পাইপ ও চেয়ার টেবিল বসিয়ে অবরোধ করেছে এলাকাবাসী।

সোমবার (২১জুন) বিকালে দৈলেররবাগ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জোনাল অফিসের সামনে এ সড়ক অবরোধ করে। ফলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বৈধ গ্রাহকরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলনের হুমকি দেয়। আল্টিমেটাম ও আন্দোলনের তোয়াক্কা না করে বৈধ গ্রাহকদের সংযোগ দেওয়া থেকে বিরত থাকে তিতাসগ্যাস কর্তৃপক্ষ।

সড়ক অবরোধের সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ পৌরসভার যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সারোয়ার হোসেন অপু, হারুন অর রশিদ, গাজি আলমগীর, রেহেনা আক্তার ও সুমি বেগম বক্তব্য রাখেন।

সুত্র: [অধিকার]

আরও পড়ুন : পাবজি কয়েন কিনে প্রতারণার শিকার কিশোরী গ্রাহক – VoktaKantho.com