‘জ্বালানির টেকসই বিকল্প উৎস নির্ধারণে গবেষণা প্রয়োজন’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির টেকসই বিকল্প উৎস নির্ধারণ করতে ব্যাপক গবেষণা প্রয়োজন। সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহই আমাদের মূল লক্ষ্য। বিশ্বে বায়ু-ফুয়েলের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও বায়ু-ফুয়েলের ব্যবহার বাড়াতে গবেষণা বাড়ানো হবে।

রোববার সচিবালয়ে হাইড্রোকার্বন ইউনিটের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত গবেষণা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১০ জন গবেষকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে গবেষণা ও সমাধান বের করতে হবে। নেট মিটারিং সিস্টেম চালু করা হয়েছে; যা সোলারকে সাশ্রয়ী ও ব্যবসাবান্ধব করেছে। নবায়নযোগ্য জ্বালানি আগামী দিনের একটি সমাধান হলেও বায়ু-ফুয়েলের ব্যবহারও সারা বিশ্বে বাড়ছে।

তিনি বলেন, হাইড্রোজেন, এমোনিয়া, কোল-মিথেন নিয়েও আলোচনার অন্ত নেই। জ্বালানির বিকল্প উৎস বের করতেই হবে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, স্রেডা ও পাওয়ার সেল গবেষণায় নানা ভাবে সহযোগিতা করছে ও করবে।

এ সময় টেকসই, নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী জ্বালানির উপর গুরুত্বারোপ করেন নসরুল হামিদ।

জ্বালানির বিভিন্ন উপখাতে গবেষণার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আক্তার, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম আলিম আল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রফেসর ড. মো. মিনহাজ উদ্দিন মনির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রকিব উদ্দিন, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোশারফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এম সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান মন্ডল।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যর মাঝে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. শামীম খান বক্তব্য রাখেন।

-এসএম