মমেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বাড়ছে

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এই ভয়াবহ অবস্থার কথা নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৪৬২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

মৃত ১৮ জনের মধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে আর আটজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৭৫টি নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এর ভাষ্যমতে, জেলায় শনাক্ত হার ২৭ দশমিক ১৭ শতাংশ, যা খুবই ভয়ানক।

আরও পড়ুন: দেশের অর্ধেকেরও বেশি মানুষকে টিকাদানে তিন বছর লেগে যাবে – Voktakantho