শনাক্তের হার বাড়ছে এবং কমছে সুস্থতা

এক মাসের পরিসংখ্যানে শনাক্তের হার বাড়ছে এবং সুস্থতা কমছে। এক মাসের ব্যবধানে দেশে করোনার নমুনা পরীক্ষায় শনাক্ত রোগী প্রায় ২০ শতাংশ বেড়েছে এবং সুস্থতার হার ৬ শতাংশের বেশি কমেছে।

৮ জুলাই ৩৮ হাজার ২৪টি নমুনা সংগ্রহ ও ৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৬৫১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

সরকার ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষকেই অনিয়মের মধ্যেই চলতে দেখা যাচ্ছে ফলে কমছে না শনাক্তের হার।