অবৈধ দোকান উচ্ছেদে ডিএসসিসির অভিযান

২১ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছেন এবং অবৈধভাবে দোকান বসানোয় বেশ কয়েকজনকে আটক করা হয়। এছাড়া কয়েকটি দোকান নিলাম করা হয়।

‘ঢাকা মেডিকেলের সামনের ফুটপাতে অবৈধভাবে বসানো দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়। পরে আমরা সেখানে ৩টি দোকানে উপস্থিত সবার সামনে নিলাম করি। ওই নিলামে আলম নামের এক ব্যক্তি ১৪ হাজার ১৬০ টাকায় দোকানগুলো কিনে নেন এবং ‘অভিযানকালে কয়েকজনকে আটক করেছেন। তাদের থানায় নেয়া হচ্ছে, যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা এসব দোকানে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেয়, তাদের খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে’’, জানান ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।