ইফতারির বাড়তি দামে কমেছে ক্রেতা

ভোক্তাকন্ঠ ডেস্ক: প্রথম রমজান থেকেই আগের তুলনায় বাড়তি ইফতারির দাম। যার প্রভাব পড়ছে কেনা-বেচায়। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ইফতারির কাঁচামাল। তাই তৈরি করা ইফতারির দাম আগের বছরের তুলনায় বেশি। এসব কারণে ক্রেতারা কম পরিমাণে ইফতার কিনছেন।

ক্রেতারা বলছেন, গত বছর যে বেগুনি ৫ টাকা দিয়ে কেনা যেত, তা এবার ১০ টাকায়। একইভাবে আলুর চপ, পিয়াজু থেকে শুরু করে কাবাবসহ সব ইফতারের দাম বেড়েছে। দামের কারণে বাধ্য হয়ে কম ইফতারি কিনছেন। অনেকে আবার দামের কারণে ইফতারি নিজের বাসায় তৈরি করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ইফতারির বাজারে ৩৬০ টাকা কেজি দরে জিলাপি ও ২৭০ টাকা ধরে ছোলা বুট বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এ দুইটি ইফতার সামগ্রীও বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে খেজুর ও মুড়ি দামও বেড়েছে বলে জানান ক্রেতারা।