খিলগাঁওয়ের ঢাকা হোটেলকে লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফায়ার লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খিলগাঁওয়ের নিউ ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (২২ মার্চ) ওই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তার।

এসময় রেস্টুরেন্টটি ভবনের ফায়ার লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় কাগজপত্র দ্রুততম সময়ে ঠিক করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান, অন্য কর্মকর্তা এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।