চাল ক্রয়ের রশিদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চাল ক্রয়ের রশিদ না থাকায় একটি আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়।

মঙ্গলবার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন এবং সহকারী পরিচালক দিনারা জামান এই জরিমানা করেন।

মহানগরীর দৌলতপুরে তদারকি পরিচালনা করা হয়।

স্টক রেজিস্ট্রার ও ক্রয় রশিদ দেখাতে না পারার জন্য একটি চালের আড়তকে ২০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে আরও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

অভিযানে সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা, ৩ এপিবিএন খুলনা ও ক্যাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।