ফিলিং স্টেশনকে বিএসটিআই’র দেড় লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এর আগে সোমবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মি.লি. ও ডিজেলে ৩৮০ ও ৪০০ মি.লি. কম প্রদান করায় এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, রায়েরবাগ, মাতুয়াইল, ঢাকার স্পীড বাড সিএনজি এন্ড ফিলিং স্টেশন ও পি ডি কে ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিট যাচাইকালে করে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. মাজাহারুল ইসলাম ও পরিদর্শক (মেট) মো. আহমেদ হোসেন। এতে সহযোগীতা করেন পরিদর্শক (মেট) মো. মাহফুজার রহমান।