বাইকার্স কর্ণারকে জরিমানা করলো বিএসটিআই

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অনুমোদন ছাড়া হেলমেট বিক্রয়-বিতরণের অপরাধে বাইকার্স কর্ণার নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার মগবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় দেখা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক আমদানিকৃত “প্রোটেকটিভ হেলমেটস ফর স্কুটার এন্ড মোটর সাইকেল রাইডারস” পণ্য ছাড়পত্র/অনুমোদন ব্যতীত বিক্রয়-বিতরণের অপরাধ প্রমাণিত হয়। পরে বাইকার্স কর্ণার নামের প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে।