বিএসটিআই’র অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: আজ রাজধানীর উত্তরা এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় রিজেন্ট ফেবিক্স, আমির কমপ্লেক্সকে ১০ হাজার টাকা জরিমানা এবং ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে একই মার্কেটে থান কাপড়ে পরিমাপের গজ ব্যবহার করায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, সিলিং কনফেকশনারী এন্ড জেনারেল স্টোর এর বিএসটিআই’র নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রিম জব্দ করে ধ্বংস ও বিভিন্ন স্বর্ণের দোকানের ওজন যন্ত্র যাচাই করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) ও রোশনা আক্তার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন ও মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মামুনুর রশীদ পরিক্ষক (মেট) সহযোগিতা করেন।