বিএসটিআই’র অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ১৪ই মার্চ (মঙ্গলবার) বিএসটিআই ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য বিক্রি এবং বাজারজাত করার অপরাধে হারভেস্ট নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ২৫ হাজার টাকা জরিমানা করে।

এছাড়া উক্ত এলাকায় অবস্থিত ‘মানবসেবা প্রাকৃতিক খাদ্য ভান্ডার’ নামে অপর একটি প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য “হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মধু, ঘি, আচার, মুড়ি, সরিষার তেল ইত্যাদি” এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স দ্রুত গ্রহণ করার বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পরামর্শ প্রদান করেন।

একই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দু’টি রেস্টুরেন্টকে অবৈধ ও নোংরা পানি ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং অবৈধ এবং নোংরা পানি ব্যবহার করবে না মর্মে অঙ্গীকারনামায় তাদের স্বাক্ষর গ্রহন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিনুল এহসান। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।