বিএসটিআই’র অভিযান: কারখানা সীলগালাসহ মালিককে কারাদণ্ড

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানী চকবাজারে একটি প্রতিষ্ঠানের মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারখানাটি সীলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক নারিকেল তেল ব্রান্ড- প্যারাসুট ও হেয়ার অয়েল (ব্রান্ড- প্যারাসুট বেলি ফুল, কুমারিকা, আমলা, ডাবর ও কিউট) পণ্য অবৈধ ভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে চকবাজারের উর্দু রোডের নামবিহীন একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধ না করায় তাকে জেল হাজতে প্রেরণ ও অবৈধ কারখানাটি সীলগালা করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এ এন এম ফরহাদ হোসেন ও পরিদর্শক (মেট) মুকুল মৃধা। সহযোগীতা করেন ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নুর ও পরিদর্শক (মেট) আব্দুল্লাহ আল নাহিদ।