বৃষ্টি ব্যবসায়ীদের জন্য কাল হয়ে দাঁড়ায়

রাজধানীতে ভোর থেকে বৃষ্টিতে কারওয়ান বাজারে জমেছে হাঁটু পানি। তাতে ক্রেতা না আসায় কষ্টের মাত্রা বেড়েছে ব্যবসায়ীদের। গত কদিন টুকটাক বেচাকেনা হলেও বৃষ্টির জন্য আজ কোন ক্রেতা আসে নি বাজারে।

রাজধানীর কারওয়ান বাজারে পানি জমে যাওয়ার কারণে বাধ্য হয়ে শতাধিক ব্যবসায়ীকে দোকান বন্ধ রাখতে হয়েছে। আবার যে কজন দোকান খোলা রেখেছেন, তাদের অনেকের মালামাল ভিজে নষ্ট হয়ে গেছে। সকালে ক্রেতার আশায় বসে থাকলেও বাজারমুখী হননি কেউ।

মুরগির দাম আজ কিছুটা কমেছে। আজ ব্রয়লার মুরগি বিক্রি করছি ১৩০ টাকা কেজি দরে। আর সোনালী বিক্রি করছি ২০০ টাকা কেজি। কিন্তু ক্রেতাই তো পাচ্ছি না, জানান এক ব্যবসায়ী।

বৃষ্টিতে আমাদের কয়েকটি কম্বল ভিজে গেছে। যা গতকাল সাত হাজার টাকা বিক্রি করেছি। আজকে বৃষ্টির কারণে দোকান সাজাতেই পারিনি। এক টাকাও বিক্রি হয়নি। একটু বৃষ্টি হলেই এই এলাকার পানি জমে থাকে। আমরা অনেকবার বলেছি কিন্তু কাজ হচ্ছে না। আমাদের সর্বনাশ হচ্ছে। যেদিন বৃষ্টি হয় সেদিন ব্যবসা হয় না। কোনো আয় হয় না, বলেন এক কম্বল ব্যবসায়ী।