ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পাউরুটি, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের দি পিওর ডেইরী ফার্ম কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রাজধানীর কাফরুল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা ও মিথ্যা তথ্য প্রদান করায় নিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।