সার কারখানাকে লাখ টাকা জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় অবস্থিত ন্যাপ এগ্রো ক্যামিকেলস লিমিটেডকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়।

রোববার অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহীরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

জানা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্সে আমদানিকারক ও বাজারজাত করার ঠিকানা হিসেবে মানিকনগর, জয়নগর, ঈশ্বরদী উল্লেখ থাকলেও প্রতিটি সার ও কীটনাশক এর প্যাকেটে বড়বাগ, মিরপুর, ঢাকা লেখা আছে। প্যাকেটের গায়ে সারের যেসব উপাদান উল্লেখ করা আছে বাস্তবে সেগুলো দেয়া হচ্ছে না। বোরন সারের প্যাকেটে সোডিয়াম সালফেট ঢুকানো হচ্ছে যা টেক্সটাইলে ব্যবহার করা হয়। কার্বোফুরানের প্যাকেটে কোনো কার্বোফুরান নেই।

এসব সার ব্যবহার করলে কৃষকের কষ্টের ফসলের উপকার না হয়ে আরো ক্ষতি হতে পারে বলেও জানা গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৪ ও ৪৫ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানটিকে এ অর্থদন্ড দেয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।