হাজি বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে বাসি বিরিয়ানি রাখায় রাজশাহী নগরীর গৌরহাঙ্গা এলাকার হাজি বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (০৬ আগস্ট) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। তিনি বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে দুপুরের দিকে নগরীর গৌরহাঙ্গা এলাকায় হাজি বিরিয়ানিতে অভিযান চালানো হয়। এ সময় ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে বাসি বিরিয়ানি পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

এছাড়া আলাদা অভিযানে নগরীর মালোপাড়া এলাকায় এরাবিয়ান কিচেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেবার মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা হয়।

হাসান-আল-মারুফ আরও জানান, তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

Related posts:

ভোক্তা অধিকারের অভিযানে ব্লাড ব্যাংকের ফ্রিজে মিলল মাছ
রাজধানীর অভিজাত এলাকায় বাজার অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা
ব্র্যান্ডের মিল্ক পাউডার নকল ক‌রে বি‌ক্রি করায় বিএসটিআই'র জরিমানা
ভোক্তা অধিদপ্তর: ৫৫ প্রতিষ্ঠানকে ২.৯৪ লক্ষ টাকা জরিমানা
গাজীপুরে ইলেকট্রনিক্স মার্কেটে অভিযান
'একশ্রেণির ব্যবসায়ীরা মজুদ করে বাজার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে'
নাপা সিরাপে ১৫ টাকা বেশি, জরিমানা ১৫ হাজার
করোনা মোকাবেলায় ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে ভোক্তা-অধিদপ্তরের নানা কার্যক্রম
ওজনে কম দেওয়ায় এক লাখ টাকা জরিমানা
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৬০টাকা দরে ১৩ হাজার লিটার তেল পেল ক্রেতারা