কোতোয়ালিতে বিএসটিআই’র অভিযান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর কোতোয়ালিতে অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ধোলাই খালের জয় টেস্টিং আইসক্রিমকে অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীন ভাবে আইসক্রিম উৎপাদন, বিক্রি, বাজারজাত করার কারণে ওই প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এভাবে আর ব্যবসা পরিচালনা করবেন না বলে অঙ্গীকার করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা ও পরিক্ষক (মেট্রোলজি) মোশাররফ হোসেন।

-এসআর