সিজান পয়েন্টে বিএসটিআই’র অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ফার্মগেটের সিজান পয়েন্টে রিদয় কসমেটিকস এ্যান্ড গিফটস নামক প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ জুন) ওই মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতিত পণ্য ‘স্কিন ক্রীম, সাবান, লিপিস্টিক’ ইত্যাদি বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে সিজান পয়েন্ট মার্কেটের রিদয় কসমেটিকস এ্যান্ড গিফটস নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক ভাবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিষিদ্ধ কসমেটিকস ধ্বংস করা হয়।

এছাড়া, একই মার্কেটে অবস্থিত নোলক কসমেটিকস এ্যন্ড গিফট শপ, মল্লিক কসমেটিক এ্যান্ড গিফট শপ, এস এম কসমেটিকস এ্যান্ড গিফট শপ, সেফা কসমেটিকস এ্যান্ড গ্যালারি প্রতিষ্ঠানকে জনসচেতনামূলক পরামর্শ, বিএসটিআইয়ের লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. খাইরুল ইসলাম ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. কামরুল পলাশ।

-এসআর