আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

দেশে আবারও বেড়েছে এভিয়েশন ফুয়েল বা জেট ফুয়েলের দাম। অক্টোবর মাসেও যেখানে লিটার প্রতি দাম ছিল ৭০ টাকা, নভেম্বর মাসে আবারও দাম বাড়িয়ে সেটিকে করা হয়েছে ৭৭ টাকা। ফলে গত এক বছরে এগারো দফায় জেট ফুয়েলের দাম বেড়েছে ৩১ টাকা বা ৬৭ শতাংশ।

বুধবার (১০ নভেম্বর) জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা ওয়েল লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি বলছে, নভেম্বর মাস থেকে পদ্মা ওয়েল প্রতি লিটার জেট ফুয়েল ৭৭ টাকায় এয়ারলাইনসগুলোকে সরবরাহ করছে। যা অক্টোবর মাসেও ছিল প্রতি লিটার ৭০ টাকা, আগস্ট মাসে ৬৭ টাকা, জুলাই মাসে ৬৬ টাকা, জুন মাসে ৬৩ টাকা।

এর আগে এপ্রিল মাসে লিটার প্রতি ৬১ টাকা মূল্য থাকলে মে মাসে এক টাকা কমে প্রতি লিটার জেট ফুয়েল সরবরাহ করা হয় ৬০ টাকায়। মার্চ মাসেও এর দাম ছিল ৬০ টাকা লিটার, ফেব্রুয়ারিতে দাম ছিল ৫৫ টাকা লিটার এবং এ বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েল ৫৩ টাকায় সরবরাহ করেছে পদ্মা ওয়েল।

গত বছরের অক্টোবরে জেট ফুয়েলের দাম ছিল লিটার প্রতি ৪৬ টাকা। ডিসেম্বরে ২ টাকা বাড়িয়ে এটি হয় ৪৮ টাকা।

এ অবস্থায় এয়ারলাইনসগুলো বলছে, এভাবে ঘন ঘন জেট ফুয়েলের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো এভিয়েশন খাত। এতে বাজার বিদেশি এয়ারলাইনসের দখলে চলে যাওয়ার আশংকাও করছেন তারা।

Related posts:

ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রস্তাব ইউরোপীয় কমিশনের
আগামীকাল থেকেই চালের দাম নিম্নমুখী দেখতে চাই
দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য সাড়ে ৯ হাজার টন চাল, সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ
ইভ্যালি: ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়-দেনা অস্বাভাবিক নয়!
লকডাউনে বাড়ি থেকে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা
কোয়ারেন্টিনের কাজে ব্যাবহার হচ্ছে বিশ্ব ইজতেমা মাঠ,দ্বায়িত্বে থাকছে সেনাবাহিনী।
ঘরমুখো মানুষের ঈদ মহাসড়কে
খাদ্যঝুঁকিতে পড়তে পারে নিম্ন আয়ের দেশগুলো: বিশ্বব্যাংক
গ্যাসের মূল্যহার বণ্টনের বৈধতা প্রশ্নে হাই কোর্টের রুল