দুবাই-বেঙ্গালুরু রুটে চালু হচ্ছে দ্বিতল বিমান

ভোক্তাকন্ঠ ডেস্ক: ভারতের বেঙ্গালুরু থেকেও দ্বিতল বিমানে উঠতে পারবেন যাত্রীরা। এর আগে এখানকার যাত্রীদের জন্য এমন সুযোগ ছিল না। কেবল মুম্বাই থেকে নিতে হতো এ বিমান পরিষেবা। 

দ্বিতল এই বিমানে রয়েছে একাধিক বিলাসবহুল পরিষেবা। রয়েছে যাত্রীদের শোয়ার ব্যবস্থা, গোসলের জায়গা ও স্পা। এর ভেতরে রয়েছে ওয়াইফাই পরিষেবাও।

আগামী ৩০ অক্টোবর থেকে দুবাই ও বেঙ্গালুরুর মধ্যে চালু হচ্ছে এ৩৮০ বিমান পরিষেবা। বিশ্বের সবচেয়ে বড় যাত্রিবাহী বিমান এটি। 

প্রায় ৫১০ থেকে ৫৭৫ টনের কাছাকাছি ওজনের দ্বিতল এই বিমানের দৈর্ঘ্য ৭৩ মিটার এবং উচ্চতা ২৪ মিটার। মাটি থেকে ৪৩ হাজার ১০০ ফুট উপরে উড়তে পারে বিমানটি।

উন্নত প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বেঙ্গালুরু থেকে পরিচালনা করবে পরিবহণ সংস্থা এমিরেটস। এই মুহূর্তে বিশ্বজুড়ে ১১৮টি এ ধরনের বিমান চালু রয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাত ও দুবাই থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড পর্যন্ত চলবে এই বিমান।