‘আন্তঃজেলা বাস টার্মিনালগুলোকে ঢাকার বাইরে রাখতে হবে’

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আন্তঃজেলা বাস টার্মিনালগুলোকে ঢাকার বাইরে রাখতে হবে। আর ঢাকার মধ্যে যে টার্মিনালগুলো আছে সেখানে শুধু নগর বাসগুলো থাকবে। এভাবে আলাদা করে দেওয়ার ফলে ঢাকা শহরের যানজট অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে।’

বুধবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘বর্তমানে যে বাস টার্মিনালগুলো রয়েছে। সেগুলো আশির দশকে পরিকল্পনা করা হয়েছিল। তখন শুধুমাত্র টার্মিনাল হিসেবে করা হয়েছিল। এরপর এখানে আন্তঃজেলা এবং সিটি বাস সব একসঙ্গে রাখা হয়েছিল। সেটা এখন কার্যকর না। সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রূপান্তরিত করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। আমরা যদি এখানে ১৬ জেলার বাস স্থানান্তর করতে পারি তাহলে অনেকটাই কমে আসবে ঢাকা শহরের যানজট। এছাড়া বাস চলাচলও অনেকটাই শৃঙ্খলার মধ্যে আসবে।’

তিনি বলেন, ‘আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য চারটি স্থান নির্ধারণ করেছি। ইতোমধ্যে কাঁচপুরে একটি টার্মিনালের কাজ শুরু করা হয়েছে। যেভাবে আশা করেছিলাম সে ভাবেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বালু ভরাটের কাজ শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়েই শেষ হবে বলে আশা করছি। পাশাপাশি সীমানা প্রাচীরের কাজ শুরু করা হবে। তাছাড়া কিছু অবকাঠামোর নির্মাণ কাজ করতে হবে। এর আগে পরিবহন মালিকদের সঙ্গে বসবো। কি ধরনের অবকাঠামো নির্মাণ করলে তাদের কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। এ টার্মিনালের পুরো কাজটাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ানে চালিয়ে যাচ্ছি।

মেয়র বলেন, ‘যেকোনো পরিকল্পনা নেওয়ার আগে এটাতে কেমন ধারণক্ষমতা থাকবে তারও পরিকল্পনা নিতে হয়। আশির দশকে যে পরিকল্পনা নিয়ে টার্মিনালগুলো নির্মাণ করা হয়েছিল তা বর্তমানে কার্যকর না হওয়াটাই স্বাভাবিক। সে জন্য কাঁচপুরের পাশাপাশি আরেকটি স্থানে আন্তঃজেলা টার্মিনাল নির্মাণ করছি। যেন একটার উপর বেশি চাপ পড়ে না যায়। বর্তমানে কাঁচপুর টার্মিনালের যেভাবে কাজ চলছে আশা করছি আগামী বছরের মাঝামাঝিতে কাজ শেষ করা সম্ভব হবে।

এ সময় ডিএসসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।