রাজধানীর নিত্যপণ্যের বাজারে ও হাসপাতালে বিশেষ তদারকিমূলক অভিযান

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: রাজধানীর বেসরকারী ৮ টি হাসপাতালের স্বাস্থ্যসেবা ও ১৭ টি বাজারের নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রনে নিবিড় তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার নির্দেশনায় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর পরিচালনায় ভোক্তা অধিদপ্তরের ৩ টি টিম ও অধিদপ্তরের কর্মকর্তার সমন্বয়ে বাণিজ্য মন্ত্রলায়ের ৩ টি মনিটরিং টিম ঢাকা মহানগরীর ১৭ টি বাজার, শিশুখাদ্য, সার্জিকেল মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এর খুচরা প্রতিষ্ঠানসহ বেশ কিছু হাসপাতালে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন।

এসময় মৌলভীবাজার ডালের পাইকারী বাজার, কেরাণীগঞ্জের আটিবাজারে তদারকি, যাত্রাবাড়ী বউবাজার, খিলগাঁও বাজার, মিরপুর ৬ নং কাঁচাবাজার, শাহজাহানপুর বাজার, মালিবাগ বাজারসহ ১৭ টি বাজারের ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা-অধিকার আইনে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকল প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এছাড়াও টিসিবির ন্যায্যমূল্যে ট্রাকে পণ্য বিক্রয় তদারকি করা হয়।

উক্ত অভিযানসমূহে নেতৃত্ব প্রদান করেন উপ-পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস এবং মন্ত্রণালয়ের মনিটরিং টিমে তদারকি করেন সহকারী পরিচালক জনাব মাগফুর রাহমান, জনাব প্রণব কুমার প্রামাণিক ও জনাব মাহমুদা আক্তার।

অভিযানে ভোক্তারা যাতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করে মজুদ না করেন সে বিষয়ে সকলকে আহ্বান জানানো হয় এবং ব্যবসায়ীদের অতিরিক্ত পণ্য বিক্রয়ের ব্যাপারে নিরুৎসাহিত করেন।