‘লকডাউন’ দেখতে বের হয়ে গুনতে হচ্ছে জরিমানা

গতকাল লকডাউনের প্রথম দিনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ছয় শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সর্বাধিক ব্যক্তিবর্গ লকডাউন দেখতে বের হয়েছে বলে উল্লেখ করেন।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর থেকে একে একে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের দুইশ’ থেকে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদেশ দেন।

সিএমএম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ৬০০ মানুষকে ডিএমপি আইনে মামলা দিয়ে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করে আদেশ দেন। সেই জরিমানা পরিশোধ সাপেক্ষে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

বিষয়টি খুবই হাস্যকর হলেও বাংলাদেশের প্রায় সবখানেই ঠিক এরকমই ঘটনা ঘটছে। লকডাউন বিষয়টি কি তা সাধারন মানুষ এখনো ভালোভাবে অবগত নয় বলে এই জরিমানা বা হাস্যরস বিষয়গুলির সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন: মাস্ক না পড়ায় ২৬ জনকে জরিমানা – VoktaKantho.com