মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: চট্টগ্রামের অভিজাত শপিংমলে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারকবিহীন কসমেটিকস। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে চট্টগ্রামের অভিজাত শপিং মল সানমার ওসানসিটি ও জিইসি মোড়ের ৫ দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। এছাড়া অভিযানে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান অংশ নেন।

অভিযানে চট্টগ্রাম মহানগরীর সানমার ওসানসিটিতে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারকবিহীন কসমেটিকস বিক্রয়ের অপরাধে আফ্রা কসমেটিকসকে ১৫ হাজার টাকা, গ্লেম সিটিকে ৩ হাজার, রেড রুটকে ৭ হাজার টাকা, জিইসি মোড় এলাকার হক ফার্মেসি ও নিজামপুর ড্রাগ হাউজকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Related posts:

রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই
পারসোনা ও ফারজানা শাকিলসঃ নকল আর মেয়াদোত্তীর্ণ প্রসাধনীতেই সৌন্দর্য চর্চা
নিত্যপণ্যের দাম বেশি রাখায় ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
শাহজাহানপুরে বিএসটিআই'র অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা
১১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর
বাজার তদারকিঃ৮১ প্রতিষ্ঠানকে ৫.৭২ লক্ষ টাকা জরিমানা
ইকোনো-সৌদিয়া-লাল সবুজকে ভোক্তা অধিকারের জরিমানা
মেয়াদোত্তীর্ণ দই বিক্রি, অভিযোগকারীকে ৭৫০০ টাকা প্রদান
মিরপুরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
চালের দামে কারসাজি, চার আড়তকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা