বায়ুদূষণ বিরোধী অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বায়ুদূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে বায়ুদূষণের দায়ে ঢাকায় ২১টি যানবাহনকে ৩৪ হাজার ৩০০ টাকা এবং ১৫টি প্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসন ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানার অর্থ আদায় করা হয়।

নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোহাম্মদপুর এলাকায় ২টি প্রতিষ্ঠান থেকে মোট ৭ হাজার টাকা, যাত্রাবাড়ী এলাকায় ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা এবং শ্যামপুর এলাকায় ১০টি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে যানবাহনের কালোধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে ধানমন্ডি এলাকায় ৯টি যানবাহন থেকে মোট ১৪ হাজার ৮০০ টাকা এবং শেরেবাংলা নগর এলাকায় ১২টি যানবাহন থেকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Related posts:

উত্তরায় ক্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আটা-ময়দা-সুজি দিয়ে তৈরী হতো ১০ ধরনের অ্যান্টিবায়োটিক
বর্জ্য থেকে বিদ্যুৎ-জ্বালানি ও মাছ-মুরগির খাদ্য তৈরি সম্ভব
'নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলের সহযোগিতা প্রয়োজন'
শিক্ষার্থীদের সঙ্গে সাবেক এমপি নাজমুল হক প্রধানের কথোপকথন
পণ্যমূল্য নিয়ন্ত্রণে এবার বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে ব্যবসায়ী-ভোক্তা অধিকারের সভা রোববার
ফুটপাতে হাঁটার জায়গা খালি করতে যে উদ্যোগ নিল ডিএসসিসি
৫২ দেশে রপ্তানি হয় বাংলাদেশের মাছ: প্রাণিসম্পদমন্ত্রী
ভোক্তা সচেতনতায় জবি'তে ভোক্তা অধিদপ্তরের সেমিনার