লালমনিরহাটে শিক্ষার্থীদের সঙ্গে ক্যাবের সংলাপ অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: লালমনিরহাটে ‘জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা, ভোক্তা অধিকার’ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৬ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংলাপের আয়োজন করে ক্যাব।

সংলাপে জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা, ভোক্তা অধিকার বিষয়ে সূচনা বক্তব্য রাখেন ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটি, ক্যাবের যুগ্ম সদস্য সচিব আলমগীর কবির।

মুখ্য আলোচক প্রকৌশলী শুভ কিবরিয়া জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা , ভোক্তা অধিকার বিষয়ে এবং ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২২ সম্পর্কে আলোকপাত করেন। 

বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার, বর্ধিত জ্বালানি দামের প্রেক্ষিতে দ্রব্য-পণ্যের মূল্য পরিস্থিতি ইত্যাদি ব্যাখ্যা করে জ্বালানি রূপান্তর যাত্রাপথে আমাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা তুলে ধরা হয়। জ্বালানি রূপান্তর পথনকশায় আমাদের করণীয় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। ভোক্তা অধিকার বিষয়েও সচেতনতামূলক আলোচনা করা হয়। 

জ্বালানি রূপান্তর কিভাবে পরিবেশ সুরক্ষা বিষয়ে সহায়ক হতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়।

লালমনিরহাট সরকারি কলেজ ও লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, পাটগ্রাম, কালিগঞ্জ, আদিতমারি, হাতিবান্ধা উপজেলা থেকে আগত দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানে ভোক্তার অধিকার, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের নানা কৌতুহলী প্রশ্নেরও উত্তর দেয়া হয়।

আলোচনা শেষে ‘স্টুডেন্ট ফোরাম ফর এনার্জি ট্রনিজিশন’ লালমনিরহাট জেলা শাখা গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

Related posts:

ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২২
বরিশালে জ্বালানি রূপান্তর নীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের সঙ্গে জ্বালানি রূপান্তর নীতি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হবে শনিবার
গ্যাসখাত সংস্কারে ক্যাবের ২৫ দফা প্রস্তাব
জ্বালানি সনদ চুক্তির ভূমিকা
বিদ্যুৎখাত সংস্কারে ক্যাবের ১১ দফা প্রস্তাব
কক্সবাজারে শিক্ষার্থী-পরিবেশবাদিদের সঙ্গে ক্যাবের সংলাপ অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যুবসম্পৃক্ততা সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে ক...
ডিআইইউতে যুব সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন