অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন-বিক্রি, জরিমানা ৫ লাখ

ভোক্তাকন্ঠ ডেস্ক: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। অভিযানে বৈধ সিএম লাইসেন্স ব্যতীত ফ্রুট ড্রিংকস, চাটনি, সফট ড্রিংকস পাউডার, আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, আইসললি, চকলেট, এডিবল জেল, সেমাই জাতীয় পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে শাপলা ফুডস লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন আদালত।

বিএসটিআই সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ ধারায় অভিযোগ দায়ের করেন ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা।

এছাড়া ঢাকা মহানগরীর আব্দুল্লাহপুর এলাকায় বিভিন্ন ফলের দোকানে নানা প্রকার মৌসুমী ফলে (আতাফল, আঙ্গুর, বরই, পেয়ারা, আপেল, মাল্টা, পেঁপে, কমলা, ড্রাগন, নাশপাতি, আনারস) ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়।

তবে এসব ফলে কোনো প্রকার ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। ফল পরীক্ষণের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরীক্ষক সানজিদা আফরিন।