নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, ৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন ও বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ নভেম্বর) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও ওয়ারী এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার, ইলেকট্রিক সকেট, সুইচ অবৈধ উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ করায় রাজিব ইলেকট্রনিক্সকে নগদ ৩ লাখ টাকা, রাজু ক্যাবলসকে নগদ ৩ লাখ টাকা, টি আর বি ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা ও ইমরান ইলেকট্রনিক্সকে নগদ ১ লাখ টাকা করে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট নগদ- ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৬০০ কয়েল তার ও অন্যান্য অবৈধ বৈদ্যুতিক সামগ্রী জব্দ করা হয়।