কাউখালীতে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, মেডিসিন প্লাসকে তিন হাজার টাকা, সাগর জেনারেল স্টোরকে ৫০০ টাকা, পলাশ স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পিরোজপুর কৃষি বিপণনের জেলা বাজার কর্মকর্তা মো. আ. মান্নান হাওলাদার, কাউখালী থানার এসআই আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।