পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, প্রতিষ্ঠানে মূল্যতালিকা না রাখা, লাগেজপণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বোদা বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

তিনি বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বোদা বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও মূল্যতালিকা না রাখার অভিযোগে ফাল্গুনী মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার ও পায়েল মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার এবং মীম ও অপু কসমেটিকসকে লাগেজপণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে তিন হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।