৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরিশাল নগরে অভিযান চালিয়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনভর বরিশাল নগরের বেলতলা বাজার, ভাটিখান বাজার ও গোড়াচাঁদ দাস রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সাফিয়া সুলতানার উপস্থিতিতে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের সহযোগিতায় বরিশাল নগরের বেলতলা বাজার, ভাটিখান বাজার ও গোড়াচাঁদ দাস রোড এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।