শিবচরে ভেজাল খাদ্যপণ্য জব্দ, আটক ১

ভোক্তাকণ্ঠ ডেস্ক: মাদারীপুরের শিবচরে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্যপণ্য জব্দসহ একজনকে আটক করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার বন্দরখোলা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

আটকৃকত সাদ্দাম মাতুব্বর (২৫) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রাম এলাকার বাসিন্দা। সে কারখানাটির ম্যানেজারের দায়িত্ব পালন করতো। অভিযানকালে কারখানাটির মালিক স্থানীয় রফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়।

জানা যায়, পপুলার ওয়ার্ল্ড ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের ওই কারখানায় বিএসটিআই এর অনুমোদিত কিছু পণ্যের আড়ালে অনুমোদনহীন ভেজাল খাবার স্যালাইন, ঝাঁল মুড়ি, চিপস্, তেতুলের চাটনীসহ নানা ধরনের মুখরোচক খাবার উৎপাদন হতো। অভিযানে অনুমোদনহীন ২২৪ কার্টুন খাবার স্যালাইন, বিএসটিআই এর অনুমোদনহীন তেতুলের চাটনী, ঝাঁল মুড়ি, চিপস্, নোংরা পরিবেশে তৈরিকৃত আট ড্রাম মটর ভাজা, পণ্য বাজারজাতকরণের মোড়ক এবং স্যালাইন তৈরির নানা উপকরণ জব্দ করা হয়। ভেজাল এ সকল খাদ্যপণ্য রাতের আঁধারে মোড়কীকরণ করে শিবচরসহ প্রত্যন্ত এলাকার দোকানে সরবরাহ করতো।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ বলেন, গ্রামের মধ্যে কারখানা দিয়ে ভেজাল খাদ্যপণ্য তৈরি করছিল তারা। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদ্দাম মাতুব্বরকে আটক করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, এখানে অনুমোদিত কিছু পণ্যের সঙ্গে অনুমোদনহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছে, এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ এবং শিবচর থানা থেকে আমরা এখানে আসি। কারখানাটি ঘুরে দেখি অনুমোদনহীন বিপুল পরিমাণ খাবার স্যালাইন তৈরি করছে। এছাড়াও নোংরা পরিবেশে এবং অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে চিহ্নিত। তারা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই এ সকল পণ্য উৎপাদন করে স্থানীয় ভাবে বাজারজাত করতো। বিপুল পরিমাণ ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।’