ভেজাল সরিষার তেল জব্দ, কারাদণ্ডসহ জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঢাকার নবাবগঞ্জে নিম্নমানের কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিশ্রিত সরিষার তেল উৎপাদন ও বিক্রির দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল প্রস্তুতকারক ব্যবসায়ী আল-আমিনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার উপজেলার ছোট বক্সনগর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

জানা যায়, উপজেলার ছাট বক্সনগর এলাকায় আল-আমিন অয়েল মিলে পাম ওয়েল ও ক্যামিকেল রং এবং অল্প পরিমাণ সরিষার তেল মিশিয়ে খাঁটি সরিষার তেল হিসেবে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। খবর পেয়ে কারখানাটিতে অভিযান চালিয়ে এ তথ্যের প্রমাণ পাওয়া যায়। সেখান থেকে চার হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, আল আমিন অয়েল মিল নামে কারখানাটি থেকে চার হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করা হয়েছে। এ সময় তেল প্রস্তুতকারক ব্যবসায়ী আল-আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আমাদের ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান আগামীতেও চলবে।