বগুড়ায় কাঁচা বাজারে অভিযান, ৯ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বগুড়ায় কাঁচা বাজারে অভিযান চালিয়ে মোট নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা ১২টার দিকে বগুড়া শহরের কাঁচা মরিচসহ অন্যান্য কাঁচা পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

সে সময় কাঁচা মরিচসহ অন্য মালামাল ক্রয়ের পাকা রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় রাজাবাজরে অবস্থিত পার্বতী ভান্ডার (স্বত্ত্বাধিকারী রাজিব) কাঁচামাল বিক্রয় আড়ৎকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেজাল মশলা বিক্রয় থেকে বিরত থাকা, অতিরিক্ত মূল্য গ্রহণ না করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করার বিষয় সতর্ক করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান ইফতেখারুল আলম রিজভী।