ঈদের আগে বেড়েছে রেমিটেন্সের পরিমাণ

অনলাইন ডেস্ক: করোনা মহামারিতেও ঈদের আগে রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা। চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে ৫১ কোটি ২০ লাখ ডলার। অথচ এপ্রিল মাসের প্রথম ১১ দিনে মাত্র ২৫ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা, আর পুরো মাসে ১০৮ কোটি ডলার।

ঈদের আগে যেহেতু এক সপ্তাহের বেশি সময় হাতে আছে, সেহেতু রেমিটেন্স আরও বাড়বে। সব মিলিয়ে এপ্রিল মাসের চেয়ে মে মাসে বেশি রেমিটেন্স দেশে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান।

তিনি জানান, “ঈদে পরিবার-পরিজনের জন্য বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা।”

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সার্কুলারে জানায়, এখন থেকে কোনো প্রবাসী পাঁচ হাজার মার্কিন ডলার বা পাঁচ লাখ টাকা দেশে পাঠালে কোনো কাগজপত্র ছাড়াই ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন।

রেমিটেন্সে ২ শতাংশ নগদ প্রণোদনার শর্ত শিথিল করায় ইতিবাচক প্রভাব পড়বে এল মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।

রেমিটেন্সের সঙ্গে ২ শতাংশ হারে প্রণোদনার অর্থ পেতে তখন প্রেরকের পাসপোর্টের কপি এবং বিদেশি নিয়োগদাতা প্রতিষ্ঠানের নিয়োগপত্র জমা দিতে হবে। আর প্রেরক ব্যবসায়ী হলে তার লাইসেন্সের কপি দাখিল করতে হবে।

এতদিন যারা রেমিটেন্স পাঠিয়েছেন তারাও এই সুবিধা প্রাপ্য হবেন। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।