ই-গেট চালু হলো শাহজালাল বিমানবন্দরে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধন করে বলেন, দেশে আমরা শুধু আন্তর্জাতিক মানের ই-পাসপোর্ট সেবাই চালু করিনি, এর সঙ্গে তাল মিলিয়ে সবকিছু তৈরি করা হচ্ছে। প্রতিদিন ২০ হাজার ই-পাসপোর্ট প্রিন্ট করার সক্ষমতা আমাদের থাকলেও করোনার কারণে ৮-৯ হাজার করে প্রিন্ট হচ্ছে।

২০২০ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন। ই-পাসপোর্ট সেবার অংশ হিসেবে গত বছরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধন করার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায় প্রায় এক বছর। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে ই-গেট উদ্বোধন করেন, জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ই-গেটের মাধ্যমে ই-পাসপোর্টধারীদের শনাক্ত করা হবে। ই-পাসপোর্টে থাকা মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা স্ক্যান করে ই-গেট পাসপোর্টধারী ব্যক্তির পরিচয় শনাক্ত করবে। মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনায় আগে থেকে পাসপোর্টধারীর শনাক্তকরণের সব তথ্য সংরক্ষিত রয়েছে।