কাপড়ের রং দিয়ে গুড় অতঃপর জরিমানা

গুড়ের মাঝে কাপড়ের রং মিশ্রন করায় নাটোরের লালপুরে এক নারী গুড় ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে মোছা. নাজমা বেগম (৩৫) নামে এই নারী গুড় ব্যবসায়ীকে
দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

RAB-5 এর একটি দল মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত নাজমা বেগম
এর সন্ধান পান।

নাজমা বেগমের কারখানা থেকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রিত ১২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি চিনি, ৩ কেজি কাপড়ের রঙ ও  ৪৭ কেজি আটা জব্দ করা হয়। সেই সঙ্গে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মোছা. নাজমা বেগমকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নাজমা বেগমকে ২ লাখ টাকা জরিমানা করেন। পরে আদায় করা জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ৫০০ কেজি চিনি ও ৪৭ কেজি আটা উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে জব্দ করা হয়। যা পরবর্তীতে নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন: বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ – Voktakantho

কাপড়ের রং দিয়ে গুড় অতঃপর জরিমানা
কাপড়ের রং দিয়ে গুড় অতঃপর জরিমানা


RAB-5 এর একটি দল মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত নাজমা বেগম
এর সন্ধান পান।
RAB-5 এর একটি দল মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত নাজমা বেগম
এর সন্ধান পান।
RAB-5 এর একটি দল মঙ্গলবার রাতে উপজেলার ইসলামপুর বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত নাজমা বেগম
এর সন্ধান পান।