বাস টিকেটে নৈরাজ্যঃ গ্রীন লাইন ও এস আর ট্রাভেলসকে জরিমানা

ঢাকা, ২০ মে সোমবারঃ ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি ঠেকাতে রাজধানীর কল্যানপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন ও আফরোজা রহমান।

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করার অভিযোগে এস আর ট্রাভেলসকে ২০,০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঘটনাস্থলে থাকা এক যাত্রীর অভিযোগ প্রমাণের প্রেক্ষিতে জরিমানার ২৫ শতাংশ টাকা উক্ত যাত্রীকে প্রদান করা হয়। এছাড়া, গ্রীন লাইন পরিবহনের কাউন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করায় দায়ে গ্রীন লাইন পরিবহনকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। তবে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে কাউন্টার সাময়িকভাবে বন্ধ করে দেয় অভিযান পরিচালনাকারী দল।

Related posts:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান
বাজার তদারকিঃ ১০৯ প্রতিষ্ঠানকে ৭.৫৬ লক্ষ টাকা জরিমানা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কাল বন্ধ থাকবে দেশের সকল মার্কেট
শিক্ষানবিশ ব্যাংকারদের বেতন মানসম্মত করার নির্দেশ গর্ভনরের
রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান
করোনার উচ্চ ঝুঁকিতে ঢাকাসহ ১২ জেলা
ভোক্তা অধিদফতরের অভিযান : লক্ষাধিক টাকা জরিমানা
সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ছুটির দিনেও চলছে তদারকিমূলক অভিযান
ঈদযাত্রায় গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধের দাবি