বাস টিকেটে নৈরাজ্যঃ গ্রীন লাইন ও এস আর ট্রাভেলসকে জরিমানা

ঢাকা, ২০ মে সোমবারঃ ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি ঠেকাতে রাজধানীর কল্যানপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন ও আফরোজা রহমান।

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করার অভিযোগে এস আর ট্রাভেলসকে ২০,০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঘটনাস্থলে থাকা এক যাত্রীর অভিযোগ প্রমাণের প্রেক্ষিতে জরিমানার ২৫ শতাংশ টাকা উক্ত যাত্রীকে প্রদান করা হয়। এছাড়া, গ্রীন লাইন পরিবহনের কাউন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করায় দায়ে গ্রীন লাইন পরিবহনকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। তবে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে কাউন্টার সাময়িকভাবে বন্ধ করে দেয় অভিযান পরিচালনাকারী দল।