লিটারে ৫ টাকা কমলো জ্বালানি তেলের দাম

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: দেশের বাজারে জ্বালানি তেল ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার। 

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 এর আগে দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নসরুল হামিদ জানিয়েছেন, ডিজেল আমদানিতে শুল্ক কমানোর কারণে আগামী দুই-এক দিনের মধ্যে দাম সমন্বয় করা হবে।

এসময়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দাম বিশ্ববাজারে অনেকটাই বেড়েছে এমন পরিস্থিতিতে কতটুকু কমবে সেটা এই মুহূর্তে বলা যাবে না। আমাদের ধারণা ছিল বিশ্ব বাজারে দাম নিচের দিকে থাকবে। গত কয়েক দিন ধরে দাম অনেক ঊর্ধ্বমুখী।’ 

এর আগে, চলতি মাসের ৫ আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। কেরোসিন ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা, অকটেন ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং ৮৬ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।