অধিক মূল্যে সার বিক্রি, ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অধিক মূল্যে ইউরিয়া সার বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়।

সোমবার রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলীর ‌নেতৃ‌ত্বে বাগমারা উপ‌জেলায় তা‌হেরপুর বাজা‌রে চাল ও রাসায়‌নিক সা‌রের দোকা‌নে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযা‌নে মেসার্স জা‌কির এন্টারপ্রাইজ‌কে মূল‌্য তা‌লিকা না থাকায় দুই হাজার টাকা ও ধার্য‌্যকৃত মূ‌ল্যের অধিক মূল্যে ইউরিয়া সার বিক্রয়ের প্রমাণ পাওয়ায় পাঁচ হাজার টাকা, সৌরভ এন্টারপ্রাইজ‌কে মূল‌্য তা‌লিকা স‌ঠিক না থাকায় এক হাজার টাকা, সরদার এন্টারপ্রাইজ‌কে(ডিলার) মূল‌্য তা‌লিকা না প্রদর্শন করায় তিনি হাজার টাকা, এবং পরমা এন্টারপ্রাইজজে (‌ডিলার) মূল‌্য তা‌লিকা স‌ঠিক না থাকায় দুই হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়।