অনিবন্ধিত ওষুধ বিক্রি করায় ৭ লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর দারুসসালাম ও ঢাকা জেলার সাভারে অনিবন্ধিত ওষুধ মজুত, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি ওষুধ ফার্মেসিকে সাত লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে এ তথ্য জানান র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) ডিআইজি মোজাম্মেল হক।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, র‍্যাব-৪ এর একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ও পরিদর্শক কামরুল হাসানের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় ও ঢাকা জেলার সাভার থানাধীন আমিন বাজার এলাকায় অনিবন্ধিত ওষুধ মজুদ, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে হাজী ফার্মেসি’র ব্যবস্থাপক হাজী মাহবুব মোর্শেদকে দুই লাখ টাকা ও মোহাম্মদ বিন ফার্মা’র মালিক মো. মাদুদুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।