কয়েল কারখানা সিলগালা, গোড়ানে দুই বেকারিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করা এবং মোড়কজাত সনদ না থাকায় রাজধানীর গোড়ান এলাকায় দুটি বেকারিকে জরিমানা করেছে বিএসটিআই। অন্যদিকে বিএসটিআই থেকে লাইসেন্স না নিয়েই কয়েল তৈরি করায় ডেমরার একটি কারখানাকে সিলগালা করেছে সংস্থাটি।

বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে এসব ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়, ঢাকা মহানগরীর খিলগাঁও থানা এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া বেকারী’ ও ‘বাবার দোয়া বেকারী’-কে ৩৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে, ডেমরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ডেমরার মিরপাড়া কাঠপট্টি এলাকায় ভুঁইয়া ম্যানুফ্যাকচারিংকে ১ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী সময়ে কারখানাটি সিলগালা করা হয়।

Related posts: