নকল বৈদ্যুতিক তার উৎপাদন করায় এএমবি ক্যাবলকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নকল বৈদ্যুতিক তার উৎপাদন করায় ‘এএমবি ক্যাবল’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সম্প্রতি ওই কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। রবিবার (১৮ ডিসেম্বর) বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পিভিসি ইন্সুলেটেড ক্যাবলপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ওই এলাকার এমবি ক্যাবলকে ২৫ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা টাকা জরিমানা করা। এছাড়া কারখানাটি সিলগালাও করা হয়।