বই মেলায় তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বই মেলা প্রাঙ্গণে অবস্থিত তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় অভিযান নেতৃত্বে দেন।

অভিযানে বিভিন্ন ধরনের খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা, যথাযথ ভাবে খাবার সরবরাহ না করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা ইত্যাদি অপরাধে হাজির বিরিয়ানিকে ২০ হাজার টাকা, নুর ফাস্টফুড এন্ড ফ্রুটসকে পাঁচ হাজার টাকা এবং ফয়সাল বিরিয়ানিকে পাঁচ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

মূল্য তালিকা প্রদর্শন না করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে অধিক মূল্য আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন।

অভিযানে বাংলা একাডেমির প্রতিনিধি, শাহবাগ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related posts:

করোনা আতংকে মাস্ক উধাও, বাড়তি মূল্য নিয়ন্ত্রণে দেশ জুড়ে অভিযান
‘ঘরে গিয়ে রান্নাবান্না করুন’ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে উচ্চ আদালত
করোনায় সচেতনতা বৃদ্ধি ও বাজার নিয়ন্ত্রনে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান
খাবারে কৃত্রিম রং ব্যবহার করছে গুলশানের ক্যাফে রিচার্ড রেস্টুরেন্ট
রাইড শেয়ারিং-সিএনজি নিয়ন্ত্রণে সুপারিশ করবে ভোক্তা অধিদপ্তর
৯৩টি প্রতিষ্ঠানকে ৬.৫৮ লক্ষ টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার
ভোক্তা অধিকার: ৪৩টি প্রতিষ্ঠানকে ২.৮২ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চট্টগ্রামে দুই ফার্মেসিকে জরিমানা
কাঁচা মরিচে স্বস্তি নেই, আইন প্রয়োগে ঘাটতি দেখছে ক্যাব
‘সরবরাহে ঘাটতি নেই, মূল্যে কারসাজি করলে ব্যবস্থা’