বিএসটিআইয়ের অভিযানে তিন বেকারিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে পুরান ঢাকার প্রিন্স অফ ওয়েলস বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় ঢাকা প্রাইম সুইটসকে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ‘চানাচুর, দই’ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ওয়ারীতে আনন্দ কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সিএম লাইসেন্স ছাড়া পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) তৈরি ও বিক্রির অপরাধে এই জরিমানা গুনতে হয় প্রতিষ্ঠানটিকে।

উক্ত অভিযান বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং আহমেদ হোসেন (পরিদর্শক), মেট্রোলজি, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ মাহফুজার রহমান, পরীক্ষক (মেট্রোলজি), ঢাকা।