বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: অবৈধ ভাবে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন ও বিক্রি করায় ‘নিউ শহিদ বেকারি অ্যান্ড কনফেকশনারি’ নামের একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ কমলাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

অভিযোগ রয়েছে, বেকারিটি বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স নবায়ন ছাড়া পাউরুটি, বিস্কুট ও কেকে অবৈধ ভাবে মানচিহ্ন ব্যবহার করে উৎপাদন এবং বিক্রি করে আসছিল।

অন্যদিকে, এজিবি কলোনি কাঁচা বাজারে খুশবু ওয়েল মিলকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও সরিষা তেলের অনুকূলে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ করে বৈধ ভাবে ব্যবসা করার পরামর্শ দিয়ে সতর্ক করা হয়েছে।