পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পঞ্চগড়ের আটোয়ারীতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে আটোয়ারীর বলরামপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুমি বেকারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় ছয় হাজার এবং ভাই ভাই ট্রেডার্স এ মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, বাজার তদারকিমূলক নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সতর্কতামূলক প্রচারণাও করা হয়।

Related posts:

ডাবের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
বাজার তদারকিঃ ১১৮ প্রতিষ্ঠানকে ৪.৩৯ লক্ষ টাকা জরিমানা
সিঙ্গাপুর থেকে ২৬৭ কোটি টাকার এলএনজি কিনছে সরকার
জরিমানা নয়, পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করলো ভোক্তা অধিদপ্তর
যেটা ধরেন সেটাই মেয়াদোত্তীর্ণ, ৬০ হাজার টাকা জরিমানা
নকল ডায়াবেটিস স্ট্রিপ বিক্রি মানুষ হত্যার মতো অপরাধ: ভোক্তার ডিজি
নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, শাহ পরান বেকারিকে লাখ টাকা জরিমানা
অনলাইনে পন্য ক্রয়ে প্রতিশ্রুতি দিলেও কমেনি ভোক্তা হয়রানি
হজ্ব ক্যাম্প এলাকায় পচা খাবার, র‍্যাবের অভিযানে ২৬ লাখ টাকা জরিমানা
রাস্তার পাশের দোকানে বাসি-ভেজাল খাবার