ব্রাহ্মণবাড়িয়াতে ট্রেনের বিরতি স্থগিত

জেলার খবর: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব ধরনের ট্রেনের বিরতি অনির্দিষ্টকালের জন‌্য বন্ধ করে দিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে মাদ্রাসাছাত্ররা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্টেশনে। এতে স্টেশনের সিগন‌্যাল ক্ষতিগ্রস্ত হয়। এতে স্টেশনে সকল ধরনের ট্রেনের বিরতি স্থগিত রাখা হয়।

সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে সব ট্রেন বন্ধ হয়ে যায়। উভয় পার্শ্বের ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে ৮ ঘন্টার মতো আটকে থাকে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টেশনমাস্টার শোয়েব আহমেদ বলেন, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) কার্যালয় শনিবার সকালে সব ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্র: কালের কণ্ঠ