মৌলভীবাজার ব্যবসায়ীদের ভোক্তার ডিজির হুশিয়ারী

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সম্প্রতি রাজধানীর মৌলভীবাজারে অবৈধ ও ভেজাল কসমেটিকসের বিরুদ্ধে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় অবৈধ এ ব্যবসায়ীদেরকে সতর্ক করে কঠোর হুশিয়ারী দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারের টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সতর্কবার্তা দেন তিনি।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে যাতে অবৈধ ও নকল পণ্য বিক্রি করা না হয় এবং ব্যবসায়ীরা যাতে সঠিক মূল্যে সঠিক পণ্য বিক্রি করে, সেই লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় রাজধানীর বিভিন্ন কসমেটিক মার্কেটের ব্যবসায়ী নেতা এবং দেশের সুপারশপ গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সফিকুজ্জামান বলেন, যে বাজার গুলোতে বিশৃঙ্খলা হবে, সেই বাজারের কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নকল পণ্যে দেশ সয়লাব করে ফেলবেন, যেমন ইচ্ছে তেমন দাম বাড়িয়ে ব্যবসা করবেন আর কিছু বললেই আপনারা দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিবেন, তাতো হয়না। আমরাতো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দোকান গুলোতে অভিযান চালিয়েছিলাম। কিন্তু আপনারা জোটবদ্ধ হয়ে অভিযান বানচালের পায়তারা করলেন।

 মৌলভীবাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা বলছেন, যারা বিশৃঙ্খলা করেছে তারা বহিরাগত। কিন্তু এতে তো পার পাওয়া যাবে না। কারণ বহিরাগতরা মার্কেটের মধ্যে আসলো কি ভাবে? আর আপনারা থাকতে বহিরাগতরা যদি মার্কেটে অন্যায় করে, তাহলে এর দায়ভার কার?’ 

এসময়ে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, হয় আপনারা একটা শৃঙ্খলার মধ্যে এসে আইন-কানুন মেনে ব্যবসা করেন, অথবা আমরা আমাদের অভিযান জোরদার করবো। আমরা এই ভাবে ব্যবসা করার সুযোগ দেবো না। প্রয়োজনে আরও শক্তি নিয়ে অপারেশন করবো। কারণ ভোক্তাদের কোন সমস্যা আমরা হতে দেবো না।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা বৃহস্পতিবারের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে উল্লেখ করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

এসময়ে অবৈধ এবং ভেজাল কসমেটিকসের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের করা অভিযানকে স্বাগত জানিয়ে তারা বলেন, মৌলভীবাজারে প্রায় ৩ হাজার দোকান রয়েছে।  এর মধ্যে আপনাদের কাছে মাত্র ৬ টা দোকানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।  এই অভিযোগ গুলোও যাতে আর না হয়, সেই বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সৎ ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয়, সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।

সমাপনী বক্তব্যে সফিকুজ্জামান বলেন, স্বপ্ন, আগোরাসহ অন্যান্য সুপারশপ গুলো সঠিক মূল্যে সঠিক পণ্য বিক্রি করতে পারলে আপনারা কেন পারবেন না? আপনাদেরকেও পারতে হবে। 

এর আগে গত বৃহস্পতিবার অবৈধ এবং ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযায় ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়। অভিযানে মৌলভীবাজারের একটি দোকানে নকল পণ্য পাওয়ায় জরিমানা করা হয়। এর পরেই  ব্যবসায়ীদের হাতে অপদস্থ হয় ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল। এসময় দুষ্কৃতকারীদের হাতে দায়িত্বরত সাংবাদিকেরাও লাঞ্ছিত হন।